চকরিয়াTuesday , 19 March 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

বালু উত্তোলনে ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

বালু উত্তোলন ও খাল ভরাট কাজে জড়িত থাকার দায়ে কক্সবাজারের মহেশখালীতে আব্দু শুক্রুর (৬০) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে দুইমাসের জেল জরিমানা করা হয়।মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার মাতারবাড়ীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. তাছবীর হোসেন।জানা যায়, মঙ্গলবার দুপুরে মাতারবাড়ির কাঁচাবাজারে বিভিন্ন খাদ্যদ্রব্যের বাজার মনিটরিংয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন। তখন নতুন বাজারের পাশে সরকারি খাসভুক্ত রাঙাখালী খাল ভরাট ও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখতে পান। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত প্রায় ৩০টি পাইপ ভেঙে গুড়িয়ে দেন তিনি। পাশাপাশি ১ লাখ টাকা, অনাদায়ে দুই মাসের জেল জরিমানা করেন।মো. তাছবীর হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। যা বিভিন্ন গণমাধ্যমে স্থান পায়। অভিযান চালিয়ে বালু উত্তোলনের পাইপ গুড়িয়ে দেয়া হয়েছে। অপরাধ স্বীকার করায় অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।