চকরিয়াWednesday , 24 April 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া মাতামুহুরী নদীতে নিখোঁজের পর দুই যুবকের লাশ উদ্ধার

Link Copied!

চকরিয়ার মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ দুই যুবকের লাশ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।আজ বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে নদীর পূর্ব বড় ভেওলার আনিছপাড়া এলাকায় নদীতে মাছ ধরতে নেমে তারা নিখোঁজ হন।নিহত দুই যুবক হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজি সিকদার পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও ৭ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।তিনি জানান, বুধবার সকালে মনছুর ও মুবিন মাতামুহুরী নদীতে মাছ ধরতে নামে। তারা পানি থেকে না উঠায় নদী তীরবর্তী বাসিন্দারা সংগঠিত হয়ে সন্ধান শুরু করে। অল্পক্ষণ পর পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেয় উদ্ধার অভিযানে। এরপরও যুবকদের সন্ধান মিলছিল না।চেয়ারম্যান মুন্না বলেন, বিকাল ৪টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিস চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে তাদের লাশ উদ্ধার করেছে।পেকুয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাপ্পী বড়ুয়া বলেন, মাতামুহুরী নদীতে দুই যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই।পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে স্থানীয়দের সহায়তায় দুই যুবকের লাশ উদ্ধার করা করি।মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা লাশ সনাক্তের পর পরিবারের পক্ষে দু যুবকের পিতা তাদের সন্তনেদের মৃত্যুর বিষয়ে দুটি পুথক ইউডি মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।