চকরিয়াWednesday , 17 April 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

লামা ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ১২ সদস্যের অনাস্থা

Link Copied!

দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে বান্দরবানের লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল হোছাইন চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে পরিষদের ১২ সদস্য।বুধবার (১৭ এপ্রিল) দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরীর  কাছে এই অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়।প্রস্তাবে স্বাক্ষর করেছেন পরিষদের সদস্য মংমেগ্য মার্মা, কুতুব উদ্দিন মিয়া, মো. হোছাইন মামুন, মো. আবু ওমর, আব্দু রহিম, মো. হেলাল উদ্দিন, মো. জিয়াবুল, মো. ইসমাইল, আপ্রুসিং মার্মা, জোসনা আক্তার লিলি, শাহানা আক্তার ও আনাই মার্মা।ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. নুরুল হোছাইন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা ভাগ করে দিতে রাজি না হওয়ায় সদস্যরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য ইউপি চেয়ারম্যান মো. নুরুল হোছাইন চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন। এই বিষয়টি বান্দরবান জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।