চকরিয়াFriday , 5 May 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া ফাঁসিয়াখালীতে দু’ বসতবাড়ি আগুণে পুড়ে ছাই

Link Copied!

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রজেন্দ্র মহাজনের ঘাটা এলাকার হিন্দুপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২ দিনমজুরের বসতবাড়ি। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এসব অসহায় ক্ষতিগ্রস্তরা। শুক্রবার (৫মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী ২নং ওয়ার্ডের ব্রজেন্দ্র মহাজনের ঘাটা হিন্দুপাড়া গ্রামের দিনমজুর টমটম চালক দুলাল দাশের বসতবাড়ির বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দুলাল দাশ সহ তার জেটাতো ভাই রনজিত দাশের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। চকরিয়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন লিডার মোঃ সেলিম হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২টি ইউনিটের আন্তরিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বসতবাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ২টি বসতবাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে তা নির্ণয় করা যাবে। এসময় তিনি আরো বলেন, ঘটনাস্থলে আসতে তাদের একটু বেগ পেতে হয়েছে সড়কে অতিরিক্ত স্পীডব্রেকার থাকার কারণে। এদিকে, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী। অগ্নিকান্ডের কারণে ২ বসতবাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে কোন ধরনের সহযোগিতা করা হবে কী না জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর পরই আমি ঘটনাস্থলে এসেছি। এখানে দুটি বসতবাড়িই এক্কেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা এখনো জানা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অন্যদিকে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চকরিয়া উপজেলা সভাপতি বাবু রতন কুমার দাশ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে ছুটে এসেছি। এসে দেখলাম দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ২ বসতবাড়ির মালিকদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং আমাদের হিন্দুদের বিভিন্ন সংগঠন থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। এসময় তিনি স্থানীয় মহল্লার মসজিদের ইমাম ও স্থানীয় জনসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অপরদিকে, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। এসময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় সড়কে অতিরিক্ত স্পীডব্রেকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চকরিয়া পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে যৌথভাবে স্পীডব্রেকারগুলো ভেঙে ফেলা হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।