চকরিয়াWednesday , 1 May 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে আগুনে পুড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Link Copied!

লাকড়ির চুলার পাশে খেলতে গিয়ে মহেশখালীতে কেরোসিন ছিটকে পড়ে আগুনে পুড়ে যাওয়া ফারুকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সোয়া ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ওমর ফারুক উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আবুল কালামের ছেলে। সে কালারমার ছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বাড়িতে পড়া শেষ করে তীব্র গরম সইতে না পেরে বাড়ির বাইরে ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছিল ফারুক। দৌড়াদৌড়ি করতে গিয়ে রান্নাঘরের পাশে বাড়ির উঠানে বসানো লাকড়ির চুলার পাশে গিয়ে পড়ে যায় শিশু ফারুক। এ সময় চুলার পাশেই ছিলো কেরোসিন ভর্তি বোতল। শিশুটি দৌড়ে গিয়ে ওখানে পড়ার সাথে সাথেই কেরোসিন ছিটকে পড়ে ফারুকের শরীরে। মুহূর্তেই উত্তপ্ত চুলা থেকে আগুন লেগে দাউদাউ করে জ্বলতে থাকে ফারুকের শরীর। পরিবারের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরইমধ্যে ঝলসে যায় তার শরীর। পরে তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়। টানা ৬দিন চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।