চকরিয়াThursday , 2 March 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

লামা মিরিঞ্জা পাহাড়ে বাস উল্টে আহত ২১

Link Copied!

লামায় যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। তাদের নেওয়া হয়েছে লামা ও চকরিয়া হাসপাতালে।বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নামপরিচয় যায় নি। তবে তারা লামা ও চকরিয়ার বাসিন্দা বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী। পূর্বকোণকে তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কের ওপরে পড়ে থাকা বাসটি সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায় নি।লামা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ বলেন, এই পর্যন্ত আহত ২১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু কিছু আহতদের তাদের স্বজনরা নিয়ে গেছে। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায় নি।এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ও সেনাবাহিনীর একটি টিম।বাসের যাত্রীরা জানায়, গাড়িটি অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে পাহাড় উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।