চকরিয়াWednesday , 6 December 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া খুটাখালী থেকে ২ রোহিঙ্গা নারীকে আটকের পর ক্যাম্পে ফেরত

Link Copied!

কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালীতেক্যাম্প থেকে আসা রোহিঙ্গা নুর নাহার সহ তার এক মেয়েকে আটকের পর রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান।বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম গর্জনতলী গ্রামের ঐ রোহিঙ্গার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।এসময় আটক নুর নাহারের কাছ থেকে বাংলাদেশী ভোটার কার্ড, জন্মনিবন্ধন কার্ড সহ নানা কাগজপত্র জব্ধ করা হয়।অভিযানে ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক শীতল পাল, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ উপস্থিত ছিলেন।জানা গেছে, আটককৃত রোহিঙ্গা নুর নাহার টেকনাফ মোচনী ক্যাম্পের ওয়াল্ড ফুড প্রোগ্রাম এর নিবন্ধিত ফুড কার্ডধারি। যার নং নং-২৬৫২৫-এ। ঐ রোহিঙ্গা টাকার বিনিময়ে বিগত ২০২১ সালের ৪ নভেম্বর কক্সবাজার পৌরসভার মধ্যম টেকপাড়ার ঠিকানায় পৌরসভার বাসিন্দা মৃত লোমান হাকিম, নুর বাহারকে মা-বাবা সাজিয়ে (১৯৮১২২২৬৬০৪১৬৫২০৭) জন্মনিবন্ধন উত্তোলন ও ভোটার হন। ভোটার নং-৯১১২১৩২৫৩৬। একই সাথে অবৈধ পথে মালেশিয়া যাওয়া নুর নাহারের স্বামী মোঃ রশিদের নামে পৌরসভা থেকে আমির হামজা, জোহেরা খাতুনকে পিতা-মাতা করে ২০২১ সালের ২৪ নভেম্বর জন্মনিবন্ধন করেন। যার নং-১৯৯৯২২২৬৬০৭১৬৬৮১২। মুলত রশিদ প্রবাসী হলেও নুর নাহার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম গর্জনতলীতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।অভিযানে নেতৃত্বদানকারি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ধৃত রোহিঙ্গার বিষয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশসহ বিভিন্ন সংগঠন থেকে কঠোরভাবে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। এমনতর তথ্যের ভিত্তিতে ঐ রোহিঙ্গা নারীসহ তার এক কন্যাকে আটক করা হয়। এ সময় তার বাংলাদেশী সকল পরিচয়পত্র জব্দ করে চকরিয়া থানার মাধ্যমে টেকনাফ মোচনী ক্যাম্পে ফেরত পাঠানোর আইনগত ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।