চকরিয়াTuesday , 12 September 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

আলুর দাম বৃদ্ধি অযৌক্তিক

Link Copied!

বাজারে আলু দাম বৃদ্ধিকে অযৌক্তিব বলে মন্তব্য করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। তাদের মতে, গেলো অর্থ বছরে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে ও মজুদ রয়েছে সেই হিসেবে এখন আলুর দাম কেজি প্রতি ৩৫ টাকার বেশি হওয়া উচিত নয়। দাম নিয়ন্ত্রণে বুধবার থেকে অভিযান চালানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার।কোল্ড স্টোরেজের মালিকদের দাবি, আলুর উৎপাদন ও মজুদের তথ্যে গরিমল রয়েছে। সেই সুযোগ নিচ্ছে বড় মজুতদাররা।সরকারি তথ্য মতে, এ বছর এক কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১০ টাকা। যা তারা বিক্রি করেছে সর্বোচ্চ ১৮ টাকায়। এই ১৮ টাকায় আলু কিনে যারা কোল্ড স্টোরেজে রেখেছেন প্রতি কেজিতে তাদের খরচ হয়েছে পাঁচ টাকা। এতে প্রতি কেজি আলুর দাম পড়েছে ২৩ টাকা। কিন্তু সেই আলু এখন খুচরায় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, উৎপাদন খরচ, কোল্ড স্টোরেজ ভাড়া, পরিবহন ব্যয় সবকিছু মিলিয়ে আলুর কেজি কোনোভাবেই ৩৫ টাকার বেশি হওয়া উচিত নয়।আর কোল্ড স্টোরেজের মালিকরা বলছেন, এই দাম যৌক্তিক। তবে তাদের দাবি, আলুর উৎপাদন নিয়ে সরকারি সংস্থার তথ্যেই গলদ আছে। যে সুযোগটাই নিচ্ছেন বড় মজুতদাররা।মঙ্গলবার আলুর মূল্য স্বাভাবিক রাখতে নিজ দপ্তরে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার। কর্মকর্তারা বলেন, ২২ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ফলে পাইকারিতেই এখন আলু বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি।সংবাদ সম্মেলনে কৃষি বিপণন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গেলো ২০২২-২৩ অর্থ-বছরে চার লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে এক কোটি চার লাখ ৩১ হাজার ৭০০ টন। কোল্ট স্টোরেজে এখনও আলুর মজুদ আছে ২৪ লাখ ৯২ হাজার টন।তাদের মতে, আলুর দাম বাড়ার কোনো কারণ নেই। এ নিয়ে তাদের সঙ্গে একমত হয়েছেন ট্যারিফ কমিশনও।বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, আলুর উৎপাদন নিয়ে সরকারের নানা দপ্তরের দেয়া তথ্য সঠিক নয়। তাদের দাবি, গেলো অর্থ বছরে ৮৫ লাখ টনের বেশি আলুর উৎপাদন হয়নি।ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, আলুর মতো পণ্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটায় তাদের চাওয়া। একই সঙ্গে কারসাজি করে যারাই আলুর দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ক্যাব।শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, আলুর দামের কারসাজিতে জড়িতদের চিহ্নিত করতে বুধবার থেকেই ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মাঠে নামবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।