চকরিয়াSaturday , 2 September 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় উপজেলা সাহিত্য মেলা শুরু

Link Copied!

উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। এরই ধারাবাহিকতায় চকরিয়ায় দুই দিনব্যাপী ‘উপজেলা সাহিত্য মেলা ২০২৩’ উদ্ধোধন করা হয়েছে।শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তন ‘সুগন্ধায়’ উদ্ধোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা।এতে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রমুখ।কবি নুরুল হুদা বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রলালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় দেশের প্রতিটি উপজেলায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে। সাহিত্যিকদের সৃষ্টিকর্মকে জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।এদিন, সকাল সাড়ে ১১টায় চকরিয়া উপজেলার সাহিত্য ও সংস্কৃতির উপর শুরু হয় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা।কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধিক হিসেবে আলোচনা করেন চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লেখক এ.কে.এম গিয়াস উদ্দিন।এছাড়াও রয়েছে লেখক কর্মশালা, সাহিত্য পাঠ, সাহিত্য আড্ডা এবং চকরিয়া উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয়দিন থাকবে ‘বইমেলা’। এই ‘বইমেলায়’ উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাহিত্যিকরা তাদের লেখা নানা রকমের বই নিয়ে স্টল সাজিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।