চকরিয়াThursday , 8 June 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

মুহূর্তে ভেঙে পড়ল সেতু

Link Copied!

ভারতের পূর্বাঞ্চলে নির্মাণাধীন চার লেনের একটি সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।রবিবার (৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যার দিকে বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর এই সেতু ভেঙে পড়ে বলে খবরে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।নির্মাণাধীন সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ ভেঙে পড়ে পুরোপুরি গঙ্গায় তলিয়ে গেছে। এ সময় সেতুটির ভেঙে পড়ার দৃশ্য মোবাইলে ধারণ করতে দেখা যায় স্থানীয়দের।২০১৪ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের সুলতানগঞ্জ ও খাগরিয়া জেলার মাঝে সংযোগকারী এই সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।এ ঘটনায় সঠিক তদন্তের পাশাপাশি দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।রাজ্যের শীর্ষ এক জেলা কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্মাণাধীন সেতু ধসের এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন রয়েছে। আমরা সেতু ধসের ঘটনায় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছি।’এদিকে প্রশাসনিক এক কর্মকর্তা জানান, রোববার ছুটির দিন থাকায় জেলায় সেতুটির নির্মাণকাজ বন্ধ ছিল। সন্ধ্যার দিকে আচমকাই সেতুটির ৩টি স্তম্ভ ভেঙে পড়ে, মুহূর্তের মধ্যে পুরো সেতুটিই গঙ্গার পানিতে তলিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।