চকরিয়াTuesday , 23 May 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় গভীর রাতে গর্জন পাচার কালে বনবিভাগের অভিযানে ধরা

Link Copied!

কক্সবাজারের পেকুয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে গভীর রাতে গর্জন পাচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন বারবাকিয়া রেঞ্জ অফিসার হাবিবুল হক। এসময় পাঁচটি মাদার ট্রি গর্জন জব্দ করা হয়।২২ মে(সোমবার) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের মধুখালী নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গাছ পাচারকারীরা।স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে প্রায় সময় এই এলাকা থেকে গর্জন পাচার হয়। তবে রেঞ্জ অফিসার হাবিবুল হক বিষয়টা জানলে গাছ জব্দ হয়, অন্যতায় গোপনে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ পাচার হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আরও জানান, সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচারকারীদের সাথে টইটংয়ে বিট কর্মকর্তা জমির উদ্দিনের সাথে রয়েছে অন্যতম সখ্যতা। তিনিই প্রকাশ্যে সহযোগিতা না করলে ও গোপনে সহযোগিতা করনে গাছ পাচার করতে। তাঁর দায়িত্বের অবহেলার কারনে সংরক্ষিত বনাঞ্চল থেকে দিন দূপুরে পার্শ্ববর্তী বাঁশখালীর ছনুয়া,শেখের খীল, রাজাখালী ইউনিয়নের বিভিন্ন করাতকলে গাছ পাচার করে।বারবাকিয়া রেঞ্জ অফিসার হাবিবুল হক বলেন, গভীর রাতে গাছ পাচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এসময়( পাঁচটি মাদার ট্রি গর্জন) পঞ্চাশ ঘনফুট গাছ জব্দ করা হয়। তবে জানতে পেরেছি স্থানীয় টইটং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলম প্রকাশ মাহমদ মাঝির নেতৃত্বে গাছগুলো কর্তন করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জানতে চাইলে টইটংয়ের বিট কর্মকর্তা জমির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, কোন অপরাধীর সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। স্থানীয়দের অভিযোগ মিথ্যা বলে দাবী করেন তিনি। গাছ পাচারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।