চকরিয়াThursday , 22 December 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার থেকে আনা ৪৬ গরু জব্দ

Link Copied!

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৬টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে চোরাই পথে আনা গরুগুলো স্থানীয় তীরের ডিবা ও রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাখা হয়। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে। তবে গরু চোরাচালানকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি।দুপুরে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির দপ্তরে সংবাদ সম্মেলন করে গরু জব্দের কথা তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম। তিনি বলেন, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় গরু চোরাচালানকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। বিভিন্ন কৌশলে চোরাচালানকারীরা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে গরু নিয়ে আসছে। আগেও কয়েক দফায় শতাধিক গরু জব্দ করেছিল বিজিবি।লে. কর্নেল মো. রেজাউল করিম আরও বলেন, আজ সকালে কুয়াশা ও শীতের মধ্যে মিয়ানমার থেকে অনেকগুলো গরু নিয়ে বাংলাদেশে আসে চোরাকারবারিরা। সীমান্তের তীরেরডিবা ও রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরুগুলো রাখা হয়। বিজিবি পৃথকভাবে অভিযান চালিয়ে ৪৬টি গরু জব্দ করতে সক্ষম হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জঙ্গলে আত্মগোপন করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।