চকরিয়াFriday , 25 March 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

ছুটিতে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভিড়

admin2
March 25, 2022 8:51 pm
Link Copied!

সাপ্তাহিক ছুটি ও মহান স্বাধীনতা দিবস মিলে দুই দিনের ছুটিতে সেন্টমার্টিন দ্বীপে ভিড় করেছেন পর্যটকরা। আজ শুক্রবার (২৫ মার্চ) পর্যটকদের পদভারে মুখর ছিল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকত।রাতের সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য ও ভোরের নির্মল হাওয়া উপভোগ, দ্বীপের নীল জলরাশি, শৈবাল—প্রবাল এবং জীবন্ত কোরাল দেখতে হাজারো পর্যটক এখন সেন্টমার্টিনে অবস্থান করছেন। দ্বীপের শতাধিক আবাসিক হোটেল এবং কটেজ পর্যটকে ঠাসা। বর্তমানে প্রায় ৭ থেকে ৮ হাজার পর্যটক দ্বীপের বিভিন্ন হোটেল—মোটেলে অবস্থান করছেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।হোটেল—মোটেল ব্যবসায়ীরা বলছেন, ২৫ ও ২৬ মার্চের ছুটি উপভোগ করতে আগে থেকেই ভ্রমণপিপাসু পর্যটকরা সেন্টমার্টিনের হোটেল এবং কটেজ বুকিং দিয়ে রেখেছেন। হোটেল-কটেজ এখন পরিপূর্ণ।হোটেল মালিকরা জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই পর্যটকরা সেন্টমার্টিনমুখী হয়েছেন। শুক্রবার সেন্টমার্টিনে সমুদ্র সৈকতে হাজারো পর্যটক ভিড় করেছেন। কেউ পানিতে নেমে ছবি তোলার জন্য দৌঁড়ঝাপ করছেন, কেউ পাখির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। যে যার মতো করে আনন্দে মেতেছেন পর্যটকরা।ভ্রমণে আসা পর্যটকরা বলেন, ‘দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৌন্দর্য অসাধারণ লাগছে। তবে একটু গরমের প্রকোপ বেশি, পর্যটকের কোলাহলও বেশি। সব মিলিয়ে খারাপ লাগছে না। আমাদের চেয়ে সন্তানরা মজা করছে বেশি’। পর্যটক দম্পতি খোরশেদ আলম ও খুরশিদা বেগম। খুরশিদা বলেন, ‘প্রবাল দ্বীপে বিয়ের আগেও আমার আসা হয়েছে। তবে এবার অনেক পরিবর্তন লক্ষ্য করছি। ট্যুরিস্ট পুলিশের তৎপরতা দেখে নিরাপদ বোধ করছি। সব মিলে খুবই ভালো সময় কাটছে’। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিনে পর্যটকরা যাতে নির্বিঘ্নে অবস্থান করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। দ্বীপে অবস্থানকারী পর্যটকদের সুবিধার্থে প্রশাসনের বাড়তি নজরদারির পাশাপাশি সেখানকার জনপ্রতিনিধিদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া আছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।