কক্সবাাজারের চকরিয়া আল ফলাহ মডেল মাদ্রাসায় অধ্যায়নরত কোমলমতি শিক্ষার্থীদের পড়া লেখায় উতসাহ দিতে তাদের মেধা ও মননশৈলী প্রসন্ন করতে, ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়েজনের মধ্যদিয়ে, প্রতিবারের মতো এবারো চকরিয়া আল ফলাহ মডেল মাদ্রাসার ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে দু পর্বে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদ্রাসার প্রধান পরিচালক ও ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মো. রেজাউল করিম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি, চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি, দি ডেইলী নিউ নেশনের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি ও আলোকিত চকরিয়া ডট কমের সম্পাদক বি এম হাবিব উল্লাহ। মাদ্রাসার সুপার হাফেজ মৌলানা সাইফুল আলমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক সবুজ চৌধুরী ও মিশকাতুন্নবী স. মাদ্রাসার সহ সুপার মৌলানা ইব্রাহিম বিন খলিল। অন্যান্যদের মধ্যে মাদ্রাসার শিক্ষক মৌলানা অরিফুল ইসলাম, মৌলানা আরিফ উল্লাহ, শিক্ষিকা নাহিদা আক্তার, নিশাত সোলতানা নিশু ও নুসরাত জাহান রুবি উপস্থিত ছিলেন। ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতায় ক্রীঢ়া ও সাংংষ্কৃতিক অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল কোরআন তেলাওয়াত (ক্বিরাত), ইসলামীক মাসায়েল, ইসলামী সংগীত, নাতে রাসুল স. কবিতা ও ছড়া।শতাধিক ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। মাদ্রাসা সুত্র বলছে, আগামী ১৮ ফেব্রুয়ারী মাদ্রাসার বার্ষিক সভায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরুষ্কার বিতরণ করা হবে।