গতকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী গৃহীত কর্মসূচির আওতায় সকালে চকরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে গভির শ্রদ্ধাভরে শ্মরণ করে দিবসটি পালন করা হয়।এদিন ১০টা নাগাদ শাহারবিল আরকে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন, আলোচনা সভা ও এক দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাতামুজুরী সাংগঠনিক থানা আওয়ামীলগের সহসভাপতি নুরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, আলোকিত চকরিয়া ডট কমের সম্পাদক ও প্রকাশক, চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি বি এম হাবিব উল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বঙ্গবন্ধুর জীবনের উপর সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহমদ কবির, শিক্ষক মো. আব্দুল্লাহ, রাহমত হোসাইন, মাইনুদ্দীন, স্বপন কান্তি পাল ও রোপম কান্তি সুশীলপ্রমুখ।উল্লেখ্য যে, এ দিন সকাল থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহনে ছড়া-কবিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সভা শেষে সভাপতি প্রধান শিক্ষক মো, নুরুল আনোয়ার বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত পচিালনা করেন।এ সময় চকরিয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে সাংবাদিক আব্দুল করিম বিটু, মো. কামাল উদ্দিন ও মো. ওমর আলী উপস্থিত ছিলেন।