চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ই্উনিয়নের খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ফাইলিং করার সময় রশি ছিড়ে ফাইলিং স্ট্যান্ড ভেঙ্গে পড়ে দুইজন নিহত হয়েছেন।শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারে অবস্থিত ওই বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ফাঁসিয়াখালীর ৮ নম্বর ওয়ার্ডস্থ কিসমত পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দুর শুক্কুর (৫৫) ও একই পাড়ার মৃত লাল মিয়ার ছেলে সোলতান আহমেদ (৫০)। নিহত দু’জনের পরিবারে শোকের মাতম চলছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। শনিবার বিকেলে ফাইলিং করার সময় রশি ছিড়ে ফাইলিং স্ট্যান্ড ভেঙ্গে পড়ে। এসময় ভবন নির্মাণ কাজ দেখতে যাওয়া নিকটস্থ পাড়ার দুই বাসিন্দা চাপা পড়ে মারা যায়।বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। পূর্বকোণকে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মারা গেছে ভবন নির্মাণ কাজ দেখতে যাওয়া দুই ব্যক্তি। ঘটনাটি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। এরপরও বিষয়টিতে কোন ত্রুটিবিচ্যুতি রয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।