চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড়ে মরহুম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগ ও একক আয়োজনে শাহরে রমদান সীরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে শহরে মরহুম আবু তাহের ফাউন্ডেশন আয়োজন ও উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চার বিভাগে ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে ৩১ জন বিজয়ী হয়েছে।
বিজয়ীরা হলেন, ক বিভাগ: বিষয়, হিফজুল কুরআন। ১ম বিজয়ী সাইদুল ইসলাম সাইদ। পিতা সেলিম উদ্দিন, ২য় মিনহাজুল ইসলাম,পিতা মোস্তাক আহমাদ, দুজনেই উত্তর বাজালিয়ার বাসিন্দা।
৩য় মো আকিব, পিতা জমির উদ্দিন, সাং- মনেয়াবাদ,
৪র্থ মো.আবদুল্লাহ আদন সুরাইম,পিতা জামাল উদ্দিন, সাং- উত্তর বাজালিয়া।
৫ম আনিছুল ইসলাম আজাদ, পিতা, নুরুন্নবী, সসাং- দিয়াকুল,
খ বিভাগ: বিষয়, মুখস্থ বক্তৃতা: বিজয়ী হয়েছে
১ম হুজাইফা মাহমুদ রুশদা,পিতা মাহমুদুল হাসান সিদ্দিকী, সাং- বাজালিয়া, ২য় জাওয়াহির কাওছার ইফরা, পিতা জহিরুল আলম মীর, সাং- বাজালিয়া,
৩য় ফারহান মুইনুদ্দীন, পিতা আরিফ মুহি উদ্দিন।, সাং- মনেয়াবাদ,
গ বিভাগ। হামদ, নাত, গজল, কবিতাবৃত্তি ও আযান: বিজয়ী হয়েছে ১ম জুনাইদ হাসান রাকিব, পিতা জমির উদ্দিন, সাং- মনেয়াবাদ। ২য় আবদুল মুমিন সিহাম, পিতা মরহুম মোহাম্মদ আলী, সাং-মনেয়াবাদ
৩য় জামেউল হোসাইন ইনান, পিতা ইকবাল হোসাইন, সাং- মনেয়াবাদ, ৪র্থ মাইন উদ্দিন, পিতা উসমান গণী, সাং- বাজালিয়া, ৫ম জান্নাতুল মাওয়া নোভা,পিতা আব্দুল আলীম, সাং- বাজালিয়া,
৬ষ্ঠ আনিকা আক্তার,পিতা আইয়ুব আলী, সাং- বাজালিয়া ও ৭ম হয়েছে মোরশেদুল আরাফাত মুকিত।
ঘ বিভাগ: বিষয়, আদইয়ায়ে সালাত, মাসায়েল ও কালিমা। বিজয়ী হয়েছে ১ম জাওয়াহির কাওছার ইফরা, পিতা জহিরুল আলম মীর, সাং- বাজালিয়া,
২য় হুজাইফা মাহমুদ রুশদা, পিতা মাহমুদুল হাসান সিদ্দিকী, সাং- বাজালিয়া,
৩য় রেহনুমা ইসলাম তাবিবা, পিতা নুরুল ইসলাম,
৪র্থ সামিউল হুসাইন ইলহাম, পিতা ইকবাল হোসাইন, সাং- উত্তর মনেয়াবাদ, ৫ম নুসাইবা নুরাইন নামিরাহ, পিতা এনামুল হক শাহিন, সং- বাজালিয়া।
৬ষ্ঠ ইশতিয়াক আইমান, পিতা মো. আইয়ুব, সাং- বাজালিয়া, সপ্তম স্থান অর্জন করেছে পাঁচজন,
৭ম.ক, মো সাফওয়ান, পিতা জাকারিয়া, সাং-বাজালিয়া,৭ম.খ, নাজমুল হাসান জিহান, পিতা আবুল কালাম, সাং-বাজালিয়া,
৭ম.গ, ওয়াকিয়া জান্নাত আলিফ, পিতা মোহাম্মদ আলী, সাং-মনেয়াবাদ, ৭ম. ঘ, শাহরিয়া ইবনে আলম, পিতা, বদিউল আলম, সাং-মনেয়াবাদ।
৭ম. ঙ, তারান্নুমা তাবাচ্ছুম ছামিহা, পিতা, আলী হোসেন, সাং-মনেয়াবাদ,
ঙ বিভাগে বিজয়ী হয়েছেন,
১ম মুবাশ্বিরা জান্নাত, পিতা, নজরুল ইসলাম, সাং- মনেয়াবাদ, ২য় আব্দুল্লাহ আল শাহরিয়ার, পিতা আব্দুল আমিন, সাং- মনেয়াবাদ,
৩য় মুহাম্মদ রাইহান, পিতা আবু ছৈয়দ, ৪র্থ হুজাইফা মাহমুদ রুশদা, পিতা মাহমুদুল হাসান সিদ্দিকী, সাং- বাজালিয়া ও ৫ম হয়েছে ওয়াফা সিকদার, পিতা শাহ আলাম সিকদার, সাং- মনেয়াবাদ। এদিকে বিজয়ী সকল স্তরের প্রতিযোগীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন মরহুম আবু তাহের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আমান উল্লাহ ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।