চকরিয়ায় জমির বিরোধ নিয়ে মো. মোস্তফা কামাল (৫৯) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করেছে বড় ভাই ও তার ছেলে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছড়িরবিল এলাকায় নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত মোস্তফা কামাল ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে ও ডুলাহাজারা পাগলিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত শিক্ষক বলেন, ২০০৫ সালে আমার বড় ভাই জাফর আলমের কাছ থেকে আট শতক জমি বায়নানামামূলে ক্রয় করে ভোগ দখলে আছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহানা তুলে জমি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানান তিনি। পরে ওই জমি থেকে উচ্ছেদ করতে জাফর আলম ও তার ছেলে জসিম উদ্দিনসহ ৫-৬ জন মিলে দা, লোহার রড় ও লাঠি দিয়ে ঘরে ঢুকে আমার ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে আমার স্ত্রী তহুরা বেগমকে মারধর করে আহত করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রধান শিক্ষককে আহতের বিষয়টি জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।