চকরিয়াSaturday , 4 November 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় হাতির আক্রমণ নিহত বৃদ্ধ

Link Copied!

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হানিফ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।এর আগে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের নরফাঁড়ি এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।নিহত মোহাম্মদ হানিফ একই উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।স্থানীয় লোকজন জানায়, শনিবার দুপুরের পর সংরক্ষিত বনাঞ্চলের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিট কার্যালয়ের নরফাঁড়ি এলাকায় একটি বন্যহাতি হানিফকে আক্রমণ করে। বিকেল সাড়ে ৪টার দিকে বনকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার। তিনি বলেন, হাতির আক্রমণে মো. হানিফের মৃত্যু হয়েছে। তার শরীরের হাত, পা ও বুকে আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ন আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।