পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনায় আবু নোমান (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম নগরীর আকবার শাহ এলাকার বাসিন্দা।শনিবার (২৮ জানুয়ারি) বিকালে নগরীর বিশ্ব কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওই এলাকার লেকসিটি আবাসিক এলাকার পাহাড় কেটে ছড়া ভরাটের কাজ পরিদর্শন করতে যান রিজওয়ানা। ওই সময় তার গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ও গ্রেপ্তার হওয়া নোমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, গ্রেপ্তার হওয়া নোমান ছড়া পরিদর্শনের সময় রিজওয়ানা হাসানের দলের পিছু নিয়েছিলেন। পরে তিনি রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।