চকরিয়াTuesday , 24 January 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া খুটাখালীতে শাহ আবদুল হাই রঃ এর ৫ম ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

Link Copied!

চকরিয়া উপজেলার খুটাখালী মহাসড়কের এক কি.মি. এলাকা জুড়ে জন জামায়েতের মধ্যে দিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল মরহুম শাহ মৌলানা হাফেজ আবদুল হাই রঃ এর বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল। বিগত ২০১৮ সালের ২৩ জানুয়ারী আলহাজ্ব শাহ মৌলানা হাফেজ আবদুল হাই রঃ মারা যান। ২০১৯ সাল থেকে হজুরের স্মরণে এবারও অনুষ্ঠিত হল হুজুরের ৫ম তম এ ইছালে ছাওয়াব মাহফিল।গত ২২ ও ২৩ জানুয়ারি ২০২৩ খুটাখালী দরবারের আদলে হযরত শাহ মৌলানা হাফেজ আবদুল হাই ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ইছালে ছাওয়াব মাহফিল ও তরীকত সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হন।কয়েক পর্বে দুদিনে অন্তত কয়েক ডজন আলেম ওলামা মাহফিলে আলোচনা পেশ করেন।সমাপনী দিবসের প্রধান বক্তার আলোচনা করেন দক্ষিণ চট্টগ্রাম এর সিংহ পুরুষ খ্যাত মরহুম আলহাজ্ব শাহ মৌলানা ছিদ্দিক আহমদ আজাদের সুযোগ্য সন্তান আলহাজ্ব মৌলানা ফানাফিল্লাহ বিন আজাদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ ফারঁটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আওয়াল মামুন। সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ রেজাউল করিম। মাহফিলের সার্বিক তত্বাবধান করেন মরহুম শাহ মৌলানা হাফেজ আবদুল হাই রঃ এর বড় শাহাজাদা আলহাজ্ব মৌলানা আনোয়ার হোসেন। এ দিন শেষে পরের দিন ২৪ জানুয়ারি ফজর নামাজের পর মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত হয়।পবিত্র মোনাজাত পরিালনা করেন হুজুরের মেজ শাহজাদা আলহাজ্ব মৌলানা নুর হোসাইন।মাহফিলে অন্যান্যদের মধ্যে চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি বি এম হাবিব উল্লাহ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।