ভারতের আসাম থেকে অগ্নিকন্যার ’’মাদার তেরেসা গোল্ড এওয়ার্ড’’ প্রাপ্তি ভারতের আসামে ‘বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের আয়োজনে ২৬ ও ২৭ নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হয়ে গেলো ‘আন্তর্জাতিক সাহিত্য মহা সভা’। উক্ত সভায় ২৭ নভেম্বর অগ্নিকন্যা রোকসানা সুখী প্রধান অতিথির আসন অলংকৃত করেন , সংগঠনের সভাপতি নিহার রঞ্জন দেবনাথ অগ্নিকন্যাকে পরিয়ে দেন উত্তরীয়’ ও মাদার তেরেসা গোল্ড এওয়ার্ড’, হাতে তুলে দেন আসামের ঐতিহ্য ও সর্বোচ্চ সম্মানের বিশেষ প্রতীক আসাম গৌরব সম্মান হরাই ও সনদ । কবি রোকসানা সুখী স্বপ্নকথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি,তিনি একাধারে কবি, সম্পাদক, প্রকাশক, গীতিকার ও দক্ষ সংগঠক। তার একক কাব্যগ্রন্থগুলো হলো ‘কাব্যের জলছাপ’ ‘কবিতা তুমি আমার’ ‘আশাবাদী চাষা’ নরাধম তোমাকেই বলছি , চেতনায় অগ্নি। এছাড়াও সম্পাদনা করেছেন ‘শব্দচাষীর কাব্যকথা’ ‘স্বপ্নযাত্রা’ ‘কবিতার কলরব’ ‘শব্দের আলোড়ন’ ‘রোমাঞ্চের নীলপদ্ম’ ‘চন্দ্রগ্রহণ’ ‘জ্যোৎস্নার জোনাক’ ‘মৃত্যুর মিছিল’ একুশ আমার অহংকার সহ অনেক যৌথ কাব্যগ্রন্থ। তিনি সমাজের নারীদের প্রতি বৈষম্য ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক দুঃসাহসিক নারী। কবিতার পাশাপাশি ছোটগল্প, ছড়া, উপন্যাস নাটক ও লিখেছেনএই গুণী কবি। সাহিত্য কর্মের জন্য বাংলাদেশ থেকে শতাধিক পুরষ্কার ও আসামের ‘মাদার তেরেসা গোল্ড এওয়ার্ড’ ছাড়াও কোলকাতা থেকে পেয়েছেন ‘সিতারা কাব্যরত্ন,’ ‘দু’বাংলার সেরা সংগঠক ও সংগঠন সম্মাননা’, ‘প্রবাহমান সময়ের সাহসী কবি সম্মাননা’ ও চেতনায় অগ্নি বইটির জন্য পেয়েছেন মহাবঙ্গ চ্যারিটেবল ট্রাস্ট ‘অগ্নিকন্যা স্বর্ণপদক’ ও অগ্নিকন্যা উপাধি। কবি রোকসানা সুখী মনে করেন মানবতাই মানুষের অমূল্য হাতিয়ার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।