চেক সংক্রান্ত একটি মামলায় ওয়ারেন্ট হওয়ায় কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে (৩১) গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অথচ প্রায় সাড়ে তিনমাস আগে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর তার লাশ উদ্ধার করা হয়।শনিবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টায় রুবেলের বাড়িতে যায় পুলিশ।এ সময় রুবেলের চাচা মিজানুর রহমান জানান, ‘শনিবার দুপুরে কালিশংকরপুরের বাসায় এসে রুবেলের খোঁজ করে পুলিশ। কারণ জানতে চাইলে তারা বলেন, রুবেলের নামে ওয়ারেন্ট আছে। তাকে গ্রেপ্তার করে ওয়ারেন্ট তামিল করতে হবে। তখন ওই পুলিশ কর্মকর্তাকে জানাই, রুবেল কবরস্থানে শুয়ে আছে। এ কথা শোনার পর রুবেলের মৃত্যু সনদ চান তিনি। তখন তাকে মৃত্যু সনদ সরবরাহ করা হয়।’এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার এএসআই আসাদুল ইসলাম বলেন, ‘রুবেলের নামে চেক সংক্রান্ত একটি মামলায় (এনআইডি এক্টের ১৩৮ ধারায়) ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটি হাতে পাওয়ার পর তার বাসায় গিয়ে জানতে পারি, তিনি মারা গেছেন। এরপর তার মৃত্যু সনদ নিয়ে আদালতে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।’নিহত হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। একইসঙ্গে স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন তিনি। গত ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।