চকরিয়াSunday , 9 October 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় খুটাখালীতে অসুস্থ হাতি শাবকের মৃতদেহ উদ্ধার

Link Copied!

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধিন খুটাখালীর সংরক্ষিত বনাঞ্চলে আনুমানিক ২ বছর বয়সী হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।৯ অক্টোবর রবিবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের খেসাহলা নামক এলাকাথেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে মধুশিয়া বাগানে মাটিচাপা দেয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাখালরা গরু নিয়ে পাহাড়ে গেলে একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন। পরে ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপেন দাশের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তারা এসে দেখেন হাতির বাচ্চাটি মৃত।জানতে চাইলে সহকারী বন সংরক্ষক ফুলছড়ি (এসিএফ) দীপেন চন্দ্র দাশ জানান, ফুলছড়ি বন বিভাগ যে হাতির মৃত বাচ্চা উদ্ধার করেছে তা সম্ভবত অসুস্থ হয়ে মারা গেছে, না হয় অন্য কোথাও আঘাত পেয়েছে। ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।তিনি আরও বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।চকরিয়া প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুনতাকিম বিল্লাহ মাসুম বলেন, লিভারে ইনফেকশন হওয়ায় হাতিটি মারা গেছে বলে মনে হচ্ছে। মৃত হাতিটির ওজন এক টন। দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। দুদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।