চকরিয়াWednesday , 14 February 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

Link Copied!

অবৈধ বালু উত্তোলনের দায়ে কক্সবাজারের চকরিয়ায় তিনজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।এ সময় মাতামুহুরী নদীর তীর সংলগ্ন চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ ও হালকাকারা এলাকা থেকে অবৈধকাজে ব্যবহৃত তিনটি মিনি ট্রাক জব্দ করা হয়।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে কতিপয় মহল মাতামুহুরী নদীর তীর এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্য চালিয়ে আসছে। ইতোপূর্বে একাধিকবার অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে জেল জরিমানা করা হলেও পুনরায় সংশ্লিষ্টরা পরিবেশ বিধ্বংসী কাজ অব্যাহত রেখেছে। এই অবস্থার কারণে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে।তিনি বলেন, নতুন করে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ ও হালকাকারা পয়েন্টে অভিযান চালিয়ে তিনজনকে আটক ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। আটকদের একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।