চকরিয়াThursday , 4 January 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া বমুতে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী আরজুর লাঙ্গল মার্কায় গণসংযোগ

Link Copied!

চকরিয়া- পেকুয়া সংসদীয় আসনে আসন্ন ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া উপজেলার বমুবিলছড়িতে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী ও চকরিয়া – পেকুয়া সংসদীয় আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ ইলিয়াস এর সহধর্মিণী মিসেস হোসনে আরা আরজুর পক্ষে লাঙ্গল মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। গতকাল ৪ ডিসেম্বর বিকেলে বমুর উদ্দেশ্যেআরজু চকরিয়া থেকে লামা লাইনঝিরি পৌছলে তাকে বমুবিলছডি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটর সাইকেল ও গাড়ি বহরের শোভা যাত্রায় লামা পৌর শহর প্রদক্ষিণ করে চকরিয়া উপজেলার বমুবিলছড়ির প্রবেশ মুখ থেকে গণসংযোগ এর মাধ্যমে এগিয়ে নিয়ে যান। তিনি বমুবিলছড়ি ইউনিয়নের ৯ ওয়ার্ডের প্রায় গ্রামে ও বিভিন্ন ষ্টেশনে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় চকরিয়া উপজেলা জাতীয় পার্টির নেতা গিয়াস উদ্দিন মেম্বার, মুসলিম উদ্দিন, সিরাজুল ইসলাম সহ বমুবিলছড়ি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় সভায় স্থানীয় সম্মানিত ভোটার নারী পুরুষ উপস্থিত ছিলেন। এমপি প্রার্থী হোসনে আরা আরজু উৎসুক উপস্থিত ভোটারদের উদ্দেশ্যেে বক্তব্যে তিনি বলেন, সম্মানিত চকরিয়া- পেকুয়া বাসী আস্সালামু আলাইকুম। সবাই জানেন,চকরিয়া- পেকুয়া সংসদীয় আসনে আমি জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী। আমার মার্কা লাঙ্গল।আগামী ৭ জানুয়ারী আসন্ন জাতীয় সংসদের এ নির্বাচনে পরিবর্তন ও নারীর অগ্রাধিকার রক্ষা এবং সর্বোপরী সাধারণ মানুষের কল্যাণ সহ নিপিড়ীত ও অবহেলিত মানুষের আইনী প্রতিকারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনপদের যোগাযোগ উন্নয়নে ও চকরিয়া-পেকুয়াকে আলোর পথে নিয়ে আসতে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।