চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা এলাকায় পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। সোমবার (১৪) আগস্ট বিকেলে উপজেলার চকরিয়া পৌরসভা ও বদরখালী ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ শতাধিক মানুষকে ১০ কেজি করে এ ত্রাণ দেওয়া হয়। ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুর করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, ইউপি চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ প্রমুখ। এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, চকরিয়ায় সাম্প্রতি দুর্যোগে ১৩জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটু সচেতন হলে এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত। এই দুর্যোগ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। বর্তমান সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। এছাড়াও, এসময় বন্যাদুর্গতদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।