চকরিয়াWednesday , 9 August 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া পেকুয়ায় ৩ লক্ষাধিক মানুষ বন্যায় আক্রান্ত ভেসে আসে যুবক ও বৃদ্ধের লাশ

Link Copied!

চকরিয়ায় বন্যার পানিতে ভেসে দু’দিন পর আনোয়ার হোসেন নামের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে।তিনি উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা।বুধবার (৯ আগস্ট) দুপুরে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকায় একটি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে স্থানীয়রা।সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, সোমবার দুপুরে নামাজ পড়তে বাড়ি থেকে বের হন আনোয়ার হোসেন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয়রা বিলের পানিতে তাঁর লাশ দেখতে পায়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ময়নাতদন্ত ছাড়া আনোয়ারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ভাসছিল চকরিয়া ও পেকুয়ার অন্তত তিন লক্ষাধিক মানুষ।চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়নের মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে প্রায় সবকটি। উপজেলার আভ্যন্তরীণ জিদ্দাবাজার-মানিকপুর সড়ক, চিরিঙ্গা-বদরখালী সড়ক, কেবি জালাল উদ্দিন সড়কসহ বেশিরভাগ আঞ্চলিক সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়েছে।ফলে মহাসড়ক ছাড়া চকরিয়া ও পেকুয়ার বেশির ভাগ গ্রামীণ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।বিদ্যুত না থাকায় অধিকাংশ এলাকার মোবাইল নেটওয়ার্ক সংযোগ বন্ধ ছিল।সরেজমিন: লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, সাহারবিল, চিরিঙ্গা, পূর্ব বড় ভেওলা, বিএমচর, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, ফাঁসিয়াখালী, বদরখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন, উজানটিয়া, মগনামা, রাজাখালী, টৈটং, শিলখালী, বারবাকিয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল।চকরিয়ার কন্যার কুমের বেড়িবাঁধ ও পেকুয়ার সদর ইউনিয়নের মেহেরনামার বেঁড়িবাধসহ কয়েকটি বাধ ভেঙ্গে উজান থেকে নেমে আসা বন্যার পানি লোকলয়ে প্রবেশ করায় ওই সময়ে (৮ আগষ্ট) বন্যার পানি দ্রুত বাড়ছিল।পাহাড়ি ঢলের প্রবেশমুখ সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন ও কাকারা ইউনিয়ন ৫/৬ ফুট পানির নিচে তলিয়ে আছে এখনও।জিদ্দাবাজার-কাকারা-মানিকপুর সড়কের কয়েকটি অংশের উপর দিয়ে মাতামুহুরী নদী থেকে উপচে আসা ঢলের পানি প্রবাহিত হওয়ায় বসতঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে।চকরিয়া ও পেকুয়ার বেশিরভাগ বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। অধিকাংশ মানুষ বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের সম্মুখীন হয়েছে।শুকনো খাবার ছাড়া রান্নার কোন ব্যবস্থা নেই বেশিরভাগ পরিবারে।অন্যদিকে, চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ১নং বেড়িবাঁধটি যেকোন সময় ভেঙ্গে যাওয়ার শংকায় শংকিত ছিল স্থানীয়রা।বেঁড়িবাধটি রক্ষার জন্য পৌরসভার কর্মকর্তারা জোর চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন।চকরিয়া পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।৯নং ওয়ার্ডের ১নং বেড়িবাঁধটি রক্ষার জন্য বালির বস্তা ফেলা হচ্ছিল এদিন।সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, মাতামুহুরী নদীর সাথে লাগোয়া হওয়ায় পাহাড় থেকে নেমে ঢলের পানি আগে আঘাত আনে এসব ইউনিয়নগুলোতে। দুই ইউনিয়নে অধিকাংশ ঘর পানির নিচে তলিয়ে রয়েছে এখনও। গত ৩ দিন ধরে তাদের রান্নার কাজও বন্ধ। শুধু শুকনো খাবার খেয়ে রয়েছে।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানান, পেকুয়া উপজেলার লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, বন্যা কবলিত সবকটি ইউনিয়ন সরেজমিন পরিদর্শন করেছেন তিনি। দুই লক্ষাধিক লোক পারিবন্দী ছিল বলে তিনি জানান।বন্যা কবলিত মানুষদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল চকরিয়ায়।যেসব মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তাদেরও বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সর্বরাহ করা হয়। তিনি বলেন, চকরিয়ায় বন্যার ব্যাপারে জেলা প্রশাসককে অবহিত করে ত্রাণ বরাদ্দ চাওয়া হয়েছে।এদিকে চকরিয়ার মাতামুহুরি নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে আব্দু রশিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১টার দিকে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ বিকাল ৩টার দিকে মাতামুহুরী নদীর লক্ষ্যারচর ইউনিয়নের নদীর মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।