চকরিয়ায় উপকূলীয় এলাকার শীর্ষসন্ত্রাসী সাহাব উদ্দিনকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চকরিয়ার বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনা গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার স্বীকারোক্তি মতে, তারই বাড়িতে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় দফা অভিযান চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি কিরিচ ও ২টি দা উদ্ধার হয়।গ্রেপ্তার সাহাব উদ্দিন ওই এলাকার আব্দুল করিমের ছেলে।এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।উপকূলীয় এলাকার লোকজন জানায়, সাহাব উদ্দিন মহেশখালী, পেকুয়া, চকরিয়াসহ উপকূলে ২০১০ সাল থেকে একাধিক বাহিনী তৈরি করে নানা অপরাধ করে আসছিল। তার ভয়ে শত শত ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে পারেনি। অস্ত্রসহ তাকে গ্রেপ্তারের খবর জানাজানি হলে উপকূলবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে বলে জানা গেছে।চকরিয়া থানার অপারেশন অফিসার (উপ-পরিদর্শক) রাজিব চন্দ্র সরকার জানান, সাহাব উদ্দিনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক অনুসন্ধানে চকরিয়া ও পেকুয়া থানায় ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। ২০১০ সাল থেকে চলতি বছরের ১৭ জুন পর্যন্ত দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে পুলিশকে মারধর, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, চুরি, লুটসহ বিভিন্ন অপরাধের তথ্য উঠে এসেছে। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম এবং বান্দরবানের নিকটস্থ থানাগুলোতে মামলা রয়েছে কি না জানতে চেষ্টা চলছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, সাহাব উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের হবে। কাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।