কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে এক প্রান্তিক চাষীর ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (২৯ এপ্রিল) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জনতলী গ্রামের মোঃ রশিদ আহমদের প্রায় ২ কানি জমির পাকা ধান কেটে দেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম মিটুর নেতৃত্বে যুবলীগ। এসময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানগুলো কেটে বাড়িতে পৌঁছে দিয়ে সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। এসময় খুটাখালী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক ইমরান খাঁন, যুবনেতা মাহবুবুল হাসান সাকিব, মিজানুর রহমান, মোস্তফা কামাল রনি, নুরুল ইসলাম পেটান, নজরুল ইসলাম, মোঃ সোহেল ও তারেক সুজন প্রমুখ কর্মসুচীতে অংশ নেন। প্রান্তিক চাষী রশিদ আহমদ জানান, যুবলীগের নেতাকর্মীরা ধানগুলো কেটে বাড়িতে পৌঁছে দিয়ে আমার অনেক উপকার করেছে। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি হয়েছি। তিনি আরো জানান, ধান কাটা খুব জরুরী হয়ে পড়েছিলো এ মুহুর্তে। দল বেধেঁ আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় তারা। ধান কাটতে অনেক টাকা লাগতো সেটি বেচে গেল। খুটাখালী ইউনিয়ন যুবলীগ আহবায়ক তৌহিদুল ইসলাম মিটু জানান, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় সারাদেশের যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে রয়েছে। গেলবারও ধান কাটা নিয়ে সমস্যায় পড়েছিলেন কৃষক , তখনও আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে ঘরে তোলে দিতে পেরে আমরা আনন্দিত। জাতির সকল সংকটকালীন সময়ে যুবলীগ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে গেল বছরের মতো এবারও দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে যুবলীগের নেতাকর্মীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।