চকরিয়াMonday , 17 April 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

এবার চকরিয়ার সমরজিৎ ও ইন্দ্রানী গাইলেন একসাথে

Link Copied!

উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ইন্দ্রানী সেন। অন্যদিকে সমরজিৎ রায় বাংলাদেশ তথা ভারতের জনপ্রিয় গুণী সঙ্গীতশিল্পীদের অন্যতম। সম্প্রতি এই দুই গুণী শিল্পী কণ্ঠ দিয়েছেন একটি মৌলিক বাংলা গানে। সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় মা ও ছেলেকে নিয়ে গাওয়া এই গানটি লিখেছেন বাংলাদেশের গুণী গীতিকবি শাকির দেওয়ান। কলকাতার স্টুডিও ভাইব্রেশনে এই দুই শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। গানটির শিরোনাম এখনো নির্ধারণ করা হয়নি। তবে কোনো একটি বিশেষ দিনে গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।গান প্রসঙ্গে শিল্পী ইন্দ্রানী সেন বলেন, ‘সমরজিৎ এর সুরে তারই সঙ্গে একটি দ্বৈত মৌলিক গান গাইলাম। ভীষণ মিষ্টি মা-ছেলের এই গানটি। আমি মায়ের রূপে গেয়েছি, আর সমরজিৎ ছেলের রূপে গেয়েছে। ভীষণ ভালো সুর করেছে সমরজিৎ। আপনারা সবাই শুনবেন। শুনে ভালো লাগলে আমাদের এই প্রয়াস সার্থক হবে।সমরজিৎ বলেন, ‘ইন্দ্রানী দিদি আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। অনেকদিন ধরেই ভাবছিলাম ওনার জন্য একটি গানের সুর করবো। মা-ছেলেকে নিয়ে প্রিয় গীতিকবি শাকির দেওয়ান অসাধারণ একটি গানের কথা লিখে পাঠিয়েছিলেন অনেক আগেই। তারও অনেক পরে গিয়ে এই গানটির সুর করি। সম্প্রতি ইন্দ্রানী দিদি এবং আমি গানটিতে কণ্ঠ দিলাম। দিদির সাথে গাইতে পেরে সত্যি আমি ভীষণ আনন্দিত। গানটি যখন সবাই শুনবেন নিশ্চয়ই সবার ভালো লাগবে বলে আশা করছি।গান প্রসঙ্গে গীতিকবি শাকির দেওয়ান বলেন, ‘এ শুধু একটি গান নয়, এটি আমার একটি স্বপ্ন। এতে মা-ছেলের জীবনঘনিষ্ঠ জীবনেরই গল্প বিধৃত হয়েছে। সমরজিৎ রায় একজন জাত শিল্পী-সুরকার। তার সুরের ইন্দ্রজাল বরাবরই আমাকে সম্মোহিত করে। সমরজিতের জন্য গান লেখা মানে প্রতিবারই নতুন নতুন অভিজ্ঞতা ও নীরিক্ষার মুখোমুখি হওয়া। এ এক অন্যরকম ভালো লাগা। এ পরীক্ষা আবেগের, এ পরীক্ষা শিল্পিত প্রকাশের। সমরজিৎ রায়ের অনবদ্য সুর, সংগীতায়োজন; উপরন্তু প্রবাদপ্রতীম শিল্পী ইন্দ্রানী সেন ও সমরজিৎ রায়ের গায়ন গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।