চকরিয়াSunday , 9 April 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

জীবনে যারা আমার কাছে এসেছে তারা গেম খেলেছে-প্রভা

Link Copied!

টিভি নাটকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের অভিনয়ের নৈপুণ্যতায় খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন দর্শকহৃদয়ে। তবে মাঝে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ফাঁস হওয়া ভিডিও স্ক্যান্ডাল নিয়ে যথেষ্ট খেসারত দিতে হয়েছে প্রভাকে। তবে মানসিকভাবে শক্ত থাকার কারণে সব পরিস্থিতি সামলে আবার ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। বর্তমানে অভিনয়েও নিয়িমত হয়েছেন প্রভা।শনিবার (১ এপ্রিল) অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের জীবনের নানান বিষয় নিয়ে মন খুলে কথা বলেন এই অভিনেত্রী। এ সময় তিনি বলেন, যারাই তার জীবনে এসেছে, তারাই চলে যাওয়ার সময় তার সঙ্গে ব্লেইম গেম খেলেছে।প্রভা বলেন, ‘একেকজনের গল্প একেক রকম। আমার গল্পটা হচ্ছে, ছোটবেলায় ভয় লাগত যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আম্মু জানলে মারবে। আর এখন ভয় হচ্ছে, আমি যখন হেনস্তার শিকার হই, সাংবাদিকরা জানতে পারলে কী হবে! যারাই আমার জীবনে এসেছে, তারাই চলে যাওয়ার সময় যখন কোনো কারণ পায়নি তখনই আমার সঙ্গে একটা ব্লেইম গেম খেলেছে।দেনমোহর না পাওয়ার ইঙ্গিত জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি যখন আমার ডিভোর্স পেপার ফাইল করি তখন আমার বাবা-মাকে বলেছিলাম, এটা তো আমার পাওনা। তাহলে আমি কেন পাব না? এটা তো আমার সঙ্গে ঠিক হচ্ছে না। আমি ধর্মীয় এবং আইনগতভাবেও তো এটা পাই। আর তখন সব কিছুই করতে পারতাম যদি সাংবাদিকরা আমাকে সাহায্য করতেন। কিন্তু আপনাদের সঙ্গে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলবেন?প্রভা বলেন, ‘আমি কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছি, আমার সঙ্গে কথা না বলে কোনো নিউজ করবেন না আপনারা। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করার। যেমন রোজার সময় আমাদের সবার মন অনেক নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেই সময় আমি এটা নিয়ে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দিই। এর পরই আমি জানতে পারি, এটা নিয়ে নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সমাজের আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এর পরেই অনেকে বলেছেন, আমি নাকি সবার মনোযোগ পাওয়ার জন্য এরকম স্ট্যাটাস দেই। এটা আমার সঙ্গে প্রতিনিয়ত করা হচ্ছে। আমার সঙ্গে কোনো ভাবেই এতো অন্যায় হওয়া সত্ত্বেও কোনো প্রতিবাদ জানাতে পারি না।সবশেষে এমন আয়োজন করার জন্য সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রভা। সেই সঙ্গে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করে তাদের উদ্দেশে বলেন, আমার সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা আমাকে সামলানোর চেষ্টা করবেন, প্রোটেস্ট করবেন। আমাকে কেন ভয় পেতে হবে। আমি তো ভয় পাব না। কারণ আমি জানি যে, আমার সঙ্গে আমার ভাইরা আছেন, তারাই আমাকে দেখে রাখবে। আর আমার সঙ্গে সাংবাদিকদের অনেক দূরত্ব তৈরি হয়েছে। আমি চাই সেই সম্পর্কটা সুন্দর থাকুক। আমার আগামীর চলার পথটা যেন আমি নির্ভয়ে আপনাদের সঙ্গে চলতে পারি।ওই সংবাদ সম্মেলনে প্রভা ছাড়া আরও উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, আইন ও প্রকাশনা সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম,অভিনেত্রী ডলি জহুর, অভিনেত্রী তনিমা হামিদ, মৌসুমী হামিদসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।