চকরিয়াMonday , 13 March 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া হারবাংয়ে সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগ

Link Copied!

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এলজিডি”র নির্মিত রাস্তার পাশ থেকে পঞ্চাশোর্ধ বছরের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ গাছ কর্তনকারী জিয়া উদ্দিন এর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ এনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, পরিবেশ রক্ষায় ও সড়কের মাটি ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলার হারবাং ইউনিয়নে এলজিডি”র সড়কের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন। এতে এলাকার সৌন্দর্যবৃদ্ধির পাশাপাশি বর্ষা মৌসুমে রাস্তার পাশের মাটি রক্ষা করে গাছগুলো। কিন্তু গাছগুলো বেড়ে উঠলে অভিযুক্ত জিয়া উদ্দিন রাস্তার পাশ থেকে গাছগুলো কাটার চেষ্টা করেন। পরে, খবর পেয়ে জিয়া উদ্দিন”কে গাছ কর্তনে বাঁধা প্রদান করা হয় এবং কর্তৃনকৃত একটি গাছ জব্দ করে ইউনিয়ন পরিষদ মাঠে রেখে দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জিয়া উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে গাছ কর্তনকারী জিয়া উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাড়ির উপর সড়কে রোপন করা গাছের ঢালপালা পড়ার কারণে সে কেবল গাছের ঢাল কেটেছে। এতে যদি বড় সমস্যা হয়ে থাকে তাহলে তার কিছু করার নেই বলে জানান। এদিকে, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এর কাছে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলজিইডির চকরিয়া উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী বলেন, কোন ব্যক্তি সড়কের পাশ থেকে গাছ কর্তন করার আইনগত এখতিয়ার নেই । বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।