চকরিয়াWednesday , 8 March 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া ফাঁসিয়াখালীতে বালু উত্তোলন বন্ধে বনবিভাগ প্রশাসন ও চেয়ারম্যানের যৌথ অভিযান

Link Copied!

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝণঝনিয়া ব্রীজ লাগোয়া ৯নং ওয়ার্ড এলাকায় ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ডাম্পার ট্রাক আটক ও দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে বালি পরিবহনের দায়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাজেম উদ্দিন নামের ১ ডাম্পার চালককে ২মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। সোমবার (৬মার্চ) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এদিকে, এ অভিযানের পর আটক দুটি ডাম্পার গাড়ির মধ্যে বালু ভর্তি একটি ডাম্পার গাড়ি বনবিভাগ এবং আরেকটি চকরিয়া উপজেলা প্রশাসন জব্দ করে নিয়ে যায়। বনবিভাগ ও চকরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত দুটি গাড়ির জন্য বনবিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা আলাদা মামলার প্রস্ততি নেওয়া হয়েছে। এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, আমার ইউনিয়নে কোন ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড চলতে দেওয়া হবে না। বনখেকো ও বালিখেকোদের বিরুদ্ধে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।