চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউল আলম বিএসসি, বিএড।গত (১১ ফেব্রুয়ারি) তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম কামাল উদ্দীন অবসর গ্রহণ করার পর পদটি শূন্য হলে পদাধিকারবলে বিদ্যালয় পরিচলনা কমিটি জিয়াউল আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার শাহাব উদ্দীন।জিয়াউল আলম উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া গ্রামের মরহুম আলী হোছাইনের কনিষ্ট পুত্র। তিনি ৩ কন্যা সন্তানের জনক। বড় কন্যা মাসমি একই স্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী।জিয়াউল আলম বলেন, আমি বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্র। ১৯৯৯ সালে প্রথম শিক্ষকতা পেশায় যোগদান করি শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ২০১১ সালে সহকারী শিক্ষক হিসাবে খুটাখালী উচ্চ বিদ্যালয়ে যোগদান করি। পরবর্তীতে ২০১৯ সাল থেকে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। পদাধিকার বলে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছি। তিনি আল্লাহর কাছে শুকরিয়া কামনা করে বলেন বিদ্যালয় সুস্থ, সুন্দর ও দক্ষতার সাথে পরিচালনার মধ্য দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য কাজ করে যাব। তাই আমি সকলের সহযোগিতা কামনা করছি।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিগত ১৯৮৭ সালে স্কুলে যোগদান করেন এসএম কামাল উদ্দীন। ২০১৮ সাল থেকে ২০২৩ ইংরেজি ১০ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত দীর্ঘসময় ধরে দক্ষতা ও সুনামের সহিত তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।