ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাকে কবর দেওয়ায় বাধা প্রদানের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা আহমুদুল হকের পরিবার প্রতিবেশী মান্নান চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেন।জানা গেছে, মুক্তিযোদ্ধা আহমদুল হক ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ দিকে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন।১৩ই জানুয়ারি শুক্রবার সকালে লাশ দাফনের জন্য সামাজিক গোরস্থানে কবর খনন করা হয়। গোরস্থানে জায়গা পাবে দাবী করে খননকৃত কবরে লাশ দাফনে লোক মারফত বাঁধা প্রদান করেন জনৈক মান্নান চৌধুরী। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয়।পরে বিকাল ৪ টার দিকে পশ্চিম কাঞ্চননগর সরকারি বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্বা আহমুদুল হককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর মধ্যে দিয়ে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলা সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলামের হস্তক্ষেপে খননকৃত কবরে তাঁকে দাফন করা হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর মোরশেদ ফিরোজ, ইউপি চেয়ারম্যান শাহনওয়াজ, কাজী দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর এবং মরহুমের সন্তান সাফওয়ানুল করিম।এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মন্নান চৌধুরী লাশ দাফনে বাঁধা দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন কবরস্থানটির জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ জায়গার চলমান বিরোধকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।