রাউজানে আত্মীয় পরিচয়ে ডেকে নিয়ে মোহাম্মদ তাকবীর (১১) নামে এক মাদ্রাসাছাত্রের হাত-পায়ে ব্লেড দিয়ে কেটে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। সে উপজেলার ডাবুয়া ইউনিয়নের প্রবাসী মো. আবু তৌফিকের ছেলে।শনিবার (৭ জানুয়ারি) দুপুরে স্থানীয় আদালত ভবন এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী তাকবীরের মা নাহার সুলতানা বলেন, ‘আমার ছেলে রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে দুপুর সাড়ে ১২টায় খাবার খেতে বের হলে আত্মীয় পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাকে স্থানীয় আদালত ভবনের গাছ তলায় ডেকে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে কথা বলার একপর্যায়ে অজ্ঞান হয়ে যায় তাকবীর।তিনি আরও বলেন, ‘পরে হুঁশ ফিরলে ডানহাত এবং দু’পায়ের টাকনুর উপরে ব্লেডের পোঁচের কারণে রক্ত পড়তে দেখে তাকবীর। এ সময় সে স্থানীয় একটি দোকানে গিয়ে ঘটনা খুলে বলে। পরে তার হাত-পায়ে ব্যান্ডেজ করা হয়। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক নুরুল আবছার বলেন, ‘ছেলেটি মাদ্রাসার আবাসিকে থাকে। কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না।’রাউজান থানার সেকেন্ড অফিসার অজয়দেব শীল বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।