ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে জ্বালানী কাঠ পোড়ানোর দায়ে গ্রামীণ ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ নভেম্বর বুধবার বিকালে এ ইট ভাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির রাহমান সানি। জানাযায়, জ্বালানী কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে গ্রামীণ ভাটির ম্যানেজার শহিদুল আলম কে বর্ণিত আইনের ১৬ ধারা অনুযায়ী বিশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করাছে। জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে নির্বাহী অফিসার বলেন, উপজেলার পাইন্দং এলাকার গ্রামীণ নামক ইট ভাটায় ইট প্রস্তত কাজে জ্বালানী কাঠ ব্যবহার করা হচ্ছে। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ। অপরাধ প্রমানিত হওয়ায় ইট ভাটার ম্যানাজারকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।