চকরিয়াThursday , 3 November 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্র নির্মিত

Link Copied!

নানা প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার মধ্যে ঐতিহাসিক চরিত্র প্রীতিলতাকে নিয়ে নির্মিত হয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্র। ছিল পরিবেশ-পরিস্থিতিসহ আর্থিক নানা সমস্যা। শেষ পর্যন্ত এ চ্যালেঞ্জ জয় করতে পারায় খুশি ‘বীরকন্যা প্রীতিলতা’ টিম। তবে এ পরিশ্রমকে সফল তখনই মনে হবে যখন সিনেমাটি দর্শকপ্রিয়তা পাবে। গতকাল বুধবার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছবিটির প্রচার-প্রচারণাকালে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের কলাকুশলীদের সাথে আলাপকালে তারা এ কথা জানান। এ সময় কথা হয় ছবিটির পরিচালক প্রদীপ ঘোষ, নির্বাহী প্রযোজক রিফাত মোস্তফা ও ছোট্ট প্রীতিলতা চরিত্রে অভিনয় করা রায়া মালিয়াতের সাথে।আলাপকালে পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ,চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ কোনো অংশে সহজ ছিল না। এ সিনেমাটি নির্মাণে আমরা সরকার থেকে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছিলাম। কিন্তু এটি নির্মাণে আমাদের খরচ হয়েছে ৯৮ লাখ ৭০ হাজার টাকা। এ টাকাগুলো সংগ্রহ করা খুব একটা সহজ ছিল না আমাদের জন্য। প্রদীপ ঘোষ আরো বলেন, চলচ্চিত্রটি নির্মাণে স্পন্সরের জন্য আমরা দেশের বড় বড় বেশ কয়েকটা স্বনামধন্য কোম্পানির কাছে যাই। যারা এদেশে ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এ মানুষগুলো আমাদেরকে একটা টাকা দিয়েও চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করেনি। তবে চট্টগ্রামের একটি ইস্পাত কারখানা (এইচ এম স্টিল) আমাদের কিছু সহযোগিতা করেছে। বাকি টাকা আমরা ঋণ করেছি। এ সিনেমাটি তৈরি করতে আমাদের যেমন আর্থিক সমস্যায় পড়তে হয়েছে, তেমনি বৈশ্বিক করোনা পরিস্থিতিতে নানা সমস্যায় পড়তে হয়েছে। কারণ করোনার মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। বর্তমান যে প্রেক্ষাপট ও পরিবেশ তারমধ্যে তখনকার সেই পরিবেশ ফুটিয়ে তোলা খুব একটা সহজ ছিল না। আবার একটা শ্যুট নিতে আমাদের কখনো কখনো একাধিকবার শ্যুট করতে হয়েছে। তাই আমি চাই এ চলচ্চিত্রটি যেন চট্টগ্রামবাসী হলে গিয়ে দেখেন। কারণ ছবিটি চট্টগ্রামের ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। যদিও ব্রিটিশবিরোধী আন্দোলনের সাথে জড়িত ঘটনাবলী নিয়ে ছবিটি নির্মিত হয়েছে তাই সারাদেশ এমনকি ভারতেরও দায়বদ্ধতা রয়েছে। ভবিষ্যতে চলচ্চিত্রটি আমরা আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যেতে চাই।চলচ্চিত্রে প্রীতিলতার শিশু চরিত্রে রয়েছেন রায়া মালিয়াত। তিনি বলেন, অনস্ক্রিন এটি আমার প্রথম কাজ। এর আগে কোনো সিনেমায় কাজ করা হয়নি। যদিও চলচ্চিত্রটিতে আমার খুব একটা অভিনয় নেই তবে। মিরাকেলি আমি ছবিতে কাস্ট হয়েছি। আমাদের বাসায় পরিচালক প্রদীপ ঘোষ ছবিটি নিয়ে আমার মায়ের সাথে কথা বলছেন। এমন সময় কোনো একটি কারণে আমি তাদের সামনে আসি। তিনি আমাকে দেখেই বলেন, এইতো ছোট্ট প্রীতিলতা। একে দিয়েই প্রীতিলতার ছোটবেলার চরিত্রে অভিনয় করাবো। যেই কথা সেই কাজ। আমিই হয়ে যাই ছোট্ট প্রীতিলতা। এভাবেই আমার অনস্ক্রিনে অভিনয় শুরু। ভালো লাগছে নিজের প্রথম কাজটি মুক্তি পেতে যাচ্ছে। তবে ভবিষ্যতে কোনো সিনেমায় যদি এমনি ভালো কোনো চরিত্র পাই তাহলে কাজ করার ইচ্ছে আছে।নির্বাহী প্রযোজক রিফাত মোস্তফা বলেন, আমরা প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র তৈরি করি কারণ আমাদের তরুণ প্রজন্ম দেশের অনেক ইতিহাস সম্পর্কে জানেই না। প্রীতিলতার সংগ্রামী জীবনী বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। তাই আমরা চেয়েছি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে চলচ্চিত্র আকারে নির্মাণ করি। এটি অসাধারণ একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি সেই বৃটিশ আমলের নিয়ে যাবে দর্শকদের। আমরা আগামীতে চট্টগ্রামের প্রেক্ষাপটে আরেকটি চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করছি। এটির নাম ‘যুদ্ধজীবন’ হবে। এটি নির্মাণে সব কলাকুশলীই সহযোগিতা করেছেন। এখানে অনেক অভিনেতা পারিশ্রমিক ছাড়াও কাজ করেছেন। সবাই ভালোবেসে কাজটি করেছেন। তাই সবার কাছে অনুরোধ- মুক্তি পেলেই সিনেমাটি হলে গিয়ে দেখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।