চকরিয়াWednesday , 7 September 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

স্বামী নোবেল শিমুর গলায় পা দিয়ে দাঁড়ান

admin2
September 7, 2022 9:18 pm
Link Copied!

কথাকাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর গলায় পা দিয়ে দাঁড়ান স্বামী সাখাওয়াত আলী নোবেল, এর কিছুক্ষণ পরেই নিস্তেজ হয়ে যান তিনি। নোবেল ও তার বাল্যবন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে।সম্প্রতি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিমু হত্যার ঘটনায় অভিযোগপত্র জমা দেওয়া হয়।অভিযোগপত্রে বলা হয়, বেডরুমে বসে মোবাইল দেখছিলেন শিমু। তখন নোবেল গিয়ে সেই মোবাইল দেখতে চান। কিন্তু শিমু দেখাতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হৈ-চৈ শুনে ফরহাদ উঠে শিমুর রুমে যান। তখন নোবেল ফরহাদকে বলেন, শিমুকে ধর, ওকে আজ মেরেই ফেলব। কথামতো শিমুকে ধরতে যান ফরহাদ। কিন্তু ফরহাদকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। এরপর শিমুর গলা ধরতে যান নোবেল। তখনই ধাক্কা দিয়ে ফেলে দেয় শিমু।এবার ফরহাদকে শিমুর গলা ধরার জন্য বলেন নোবেল। ফরহাদ গলা আর নোবেল দুই হাত চেপে ধরেন। একপর্যায়ে ফ্লোরে পড়ে যান শিমু। এ সময় স্ত্রী শিমুর গলায় পা দিয়ে দাঁড়ান নোবেল। এতে প্রস্রাব করে দেন শিমু। এক সময় নিস্তেজ হয়ে যান চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু। এভাবেই অবসান ঘটে একটি জীবনের।অভিযোগপত্রে আরও বলা হয়, একপর্যায়ে নোবেল রান্নাঘর থেকে দুটি পাটের বস্তা এবং ফ্রিজের ওপর থেকে মিষ্টির প্যাকেট বাঁধার প্লাস্টিকের রশি আনেন। ফরহাদ শিমুর মাথা উঁচু করে ধরেন। আর নোবেল একটি বস্তার ভেতর শিমুর মাথার অংশ এবং আরেকটি বস্তায় পায়ের অংশ ভরেন। এরপর প্লাস্টিকের রশি দিয়ে দুটি বস্তা একত্রে সেলাই করে দেন নোবেল। পরে শিমুর মরদেহ নোবেলের গাড়ির পেছনের সিটে ওঠান ফরহাদ। এরপর কেরানীগঞ্জ মডেল থানাধীন আলীপুর ব্রিজ এলাকার একটি ঝোপে মরদেহ ফেলে দেন তারা।ঘটনার পরদিন (১৭ জানুয়ারি) আলীপুর এলাকার রাস্তার পাশ থেকে শিমুর বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় মিলছিল না। পরে ওইদিন রাতে তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শিমু হত্যা মামলাটি তদন্ত করছেন কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম। এ বিষয়ে আগামী ১৮ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।উল্লেখ্য, চলতি বছরের ১৭ জানুয়ারি কেরানীগঞ্জের আলিয়াপুর এলাকা থেকে শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই শহীদুল ইসলাম খোকন বাদি হয়ে মামলা করেন। পরে শিমুর স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।