চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নের সীতারখিলের আলোচিত শফি আলম হত্যাকান্ডের মূলহোতা এনামুল হক মেম্বার, মোজাম্মেল হক, গ্রাম পুলিশ কামাল উদ্দিন, নাজেম উদ্দিন ও তৌহিদুল ইসলামকে গ্রেফতারের দাবীতে চকরিয়া কোর্ট চত্বরে রবিবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ২৬ আগস্ট রাত ১২টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবী পরিবারের। এদিকে এঘটনার পর স্থানীয় এনামুল হক মেম্বার ও তার ভাই মোজাম্মেল হকসহ ৫ জনের নামে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মানববন্ধনে নিহত শফি আলমের বড় ভাই মোঃ ছলিম উল্লাহ বলেন, এনাম মেম্বারের পক্ষ থেকে শফি আলমের পরিবারকে ৩লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে চেয়েছিলেন। কিন্তু তারা তা না মেনে মামলা করায় শফি আলমের ভাই বোনদের ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে জানা যায়। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চকরিয়া কোর্ট চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে চকরিয়া থানায় উপস্থিত হয়ে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে জড়িতদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করা হবে।