চকরিয়াSaturday , 27 August 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায়ও আওয়ামীলীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ১৪৪ ধারা জারি

admin2
August 27, 2022 8:18 pm
Link Copied!

আজ রবিবার ২৮ আগস্ট পেকুয়ায় আওয়ামী লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।রাত ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ১৪৪ ধারা জারি করা হয়।এছাড়াও মাইকিং করে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার স্বার্থে ২৮ আগস্ট পেকুয়া উপজেলার সিকদার পাড়া স্টেডিয়াম থেকে চৌমুহনী হয়ে পেকুয়া আলহাজ্ব কবির চৌধুরী বাজার পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, রবিবার পেকুয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।অপরদিকে, একইদিন পেকুয়া চৌমুহনী চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক সমাবেশের ডাক দেয়া হয়।এই প্রেক্ষিতে শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মহড়া দিতে পেকুয়া চৌমুহনী এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্টেডিয়াম এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ সবাইকে সরিয়ে দেয়। পরে রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ আগস্ট ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়।এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সাথে যোগাযোগ করা হলে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “রবিবার দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষিতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার শংকা তৈরি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ২৮ আগস্ট সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।