চকরিয়ায় কাকারা মাঝের ফাড়িঁ এলাকায় শত বছরের ঘাট রাতারাতি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে একটি ভূমিদস্যু চক্র। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফেটে উঠেছেন। কাকারা-সুরাজপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে মসজিদ সংলগ্ন প্রায় ৫ কড়া সরকারী জায়গায় স্থানীয় গিয়াস উদ্দীন লালু প্রকাশ ভিসিআর লালু নামের এক ভূমিদস্যু জায়গাটি দখল করে নিয়েছেন বলে জানা গেছে। সরেজমিন গেলে দেখা যায়, দখলকৃত জমিটি টিন ও বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। ঐতিহ্যবাহী এ ঘাট রক্ষায় মাঝেরফাড়িঁ বাজারে স্থানীয় শত শত জনতা ঘাট দখলের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ বিষয়ে কাকারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এমইউপি আবু নাঈম রমি বলেন, জায়গাটি দিয়ে একসময় গ্রামের নারী-পুরুষেরা গোসলের জন্য নদীতে নামতেন। পাশ্ববর্তী লামা আলিকদম উপজেলা থেকে হাজার হাজার বাঁশ, পাথর, কাঁচামালসহ যাবতীয় জিনিস ঘাট দিয়ে আমদানি-রপ্তানি হত। শুষ্ক মৌসুমে জায়গাটিতে শিশু-কিশোররা খেলাধুলা করত।কিন্তু স্থানীয় ভূমিদূস্য, দখলবাজ গিয়াস উদ্দীন নামের এক ব্যক্তি রাতারাতি জায়গাটি দখল করে নিয়েছেন। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়,ঘাটটি কাকারা তথা চকরিয়ার ঐতিহ্যেবহন করে আসছে। ওই ঘাটকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জীবিকা নির্ধারণ হতো এবং তার পাশেই একটি মসজিদ ও একটি এতিমখানা রয়েছে। কিন্তু দোকানের নামে দখলবাজ গিয়াস উদ্দিন লালু ঘাটের জায়গায় স্থাপনা নির্মাণ করার কারণে শত শত ছাত্র ও মসজিদে আসা মুসল্লির অজুর পানির সংকট সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। একই সাথে সমস্যার সম্মুখীন হচ্ছে বাজারের ব্যবসায়ীরাও। এসময় বিক্ষুব্ধ জনতা দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে সরকারী জায়গায় নির্মাণ করা স্থাপনা ভেঙ্গে দেওয়ার জোর দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দীন লালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। চকরিয়া সহকারী কমিশনার ভূমি মো:রাহাতউজ্জান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন অবগত নয়।তবে সরকারী জায়গা কেউ অবৈধভাবে দখল করা অন্যায়।তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।