চকরিয়াWednesday , 17 August 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় সড়ক বিভাগের জমি ভরাট করে ভবন নির্মাণের পায়তারা 

admin2
August 17, 2022 10:23 pm
Link Copied!

চটগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৫ শতাধিক স্থাপনা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জনসংখ্যার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে যান ও পরিবহন। সমাজের প্রভাবশালীরা পেশিশক্তির বলে এবং রাজনৈতিক শক্তির অপব্যবহার করে সড়কের জায়গা দখল করে গড়ে তুলেছে নানা ধরনের বিপণিবিতান, দোকানপাট, প্রসাধনীর মার্কেট ও বহুতল ভবন। ফলে রাস্তা সরু হয়ে যান চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে ব্যাপক প্রাণ ও সম্পদহানি হচ্ছে। স্থানীয় ভুক্তভোগী জনগণ, যান ও পরিবহনচালকরা অভিযোগ করে বলেন, চকরিয়া উপজেলার কয়েকটি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত ভূমির ওপর বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করা হয়েছে অধিগ্রহণের পরই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, অবৈধ দখলদাররা সরকারদলীয় হওয়ায় দখলদারদের বিরুদ্ধে কথা বলার কারো সাহস হয়না।এদিকে, গত বেশকিছুদিন চকরিয়া পৌর বাসটার্মিনালের দক্ষিণ-পূর্বপার্শ্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া ঐতিহ্যবাহী জলাশয় এবং সড়ক ও জনপথ বিভাগের জমি ভরাট করে ভবন নির্মাণের পায়তারা করে আসছিলো সরকারদলীয় একাধিক প্রভাবশালীরা। এমন খবর পেয়ে গত ১৪ই জুন দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের এসও দিদারুল ইসলামের উপস্থিতিতে জবরদখলকৃত জায়গায় লাল পতাকার খুটি দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আহমেদ রেজার নেতৃত্বে এ জলমহাল এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এছাড়াও জলাশয় ভরাটের ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের কোন ধরনের ছাড়পত্র ছাড়াই তারা জলমহাল ভরাট করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের চকরিয়ার এসও দিদারুল ইসলাম জানিয়েছেন, তাদের জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তবে, দখলদাররা ক্ষমতাসীন ও প্রভাবশালী হওয়ায় সড়ক বিভাগ এক প্রকার অসহায়। এরপরও তাদের জমিতে লাল কাপড় দিয়ে খুটি দিয়েছেন বলে জানান তিনি। এবিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে আহমেদ রেজা নামের এক ব্যাক্তির নেতৃত্বে জবরদখলপূর্বক ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পেলে সড়ক ও জনপথ বিভাগের এসও দিদারুল ইসলামকে সাথে নিয়ে তাৎক্ষণিক ঐ স্পটে গিয়ে লাল কাপড় দিয়ে খুঁটি দিয়ে আসি। এবং সড়ক ও জনপথ বিভাগের যদি কোন ধরনের ম্যাজিস্ট্রেসি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে জানিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।