পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত স্যালো মেশিন জব্দ করেছে বনবিভাগ।শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলার টইটং ইউনিয়নের রমিজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক।তিনি বলেন, বনবিভাগের সংরক্ষিত রমিজপাড়া এলাকায় একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করছে খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করা হয়। এ বিষয়ে পেকুয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।