একুশে ফেব্রুয়ারি সমগ্র বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্ব আজ একুশ পালন করে অহংকার আর ভালোবাসায়। তোফাজ্জল হোসেনের লেখা একুশে ফেব্রুয়ারির প্রথম কবিতা একুশের গান ‘রক্ত শপথে আমরা আজিকে তোমারে স্মরণ করি একুশে ফেব্রুয়ারি’ আশ্রয় করে ডিজাইন করা পোশাকে সাজানো হয়েছে এবারের সাদাকালোর একুশ আয়োজন।এছাড়া বাংলা বর্ণমালাকে দিয়েও সাজানো হয়েছে পোশাকের নকশা। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, শার্ট, টি-শার্ট, উত্তরীয়সহ থাকছে যুগল ও বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম একুশের বিশেষ পোশাক। বর্ণমালাকে ব্যবহার করা হয়েছে ব্লক এবং স্ক্রিন প্রিন্টে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সাদাকালোর সব শো-রুমে চলছে বিশেষ এই একুশের পোশাক প্রদর্শনী। এ ছাড়া সাদাকালোর সব আউটলেট ছাড়াও ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে সাদাকালোর ‘একুশে ফেব্রুয়ারি’র পোশাক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।