চকরিয়ায় অবৈধ পন্থায় আহরিত বালু পরিবহন করার সময় বালুসহ দুটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। শনিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকা থেকে বনবিভাগ অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন। তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবানের লামা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করে চট্টগ্রামের দিকে পাচার করার সময় বালুসহ দুটি গাড়ি জব্দ করা হয়। তারা বালু পরিবহনকালে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । বন ও বনজ সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।