চকরিয়াThursday , 2 May 2024
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

অপহৃত বাংলাদেশি জেলেদের ফেরত দিয়েছে আরাকান আর্মি

Link Copied!

উখিয়ার নাফ নদ থেকে অপহৃত ১০ বাংলাদেশি জেলেকে ২৪ ঘণ্টা পর ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে ফেরত দেওয়া হয়।উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যে এলাকা দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়, সেই একই এলাকা দিয়ে তাদের ফেরত দেওয়া হয়।এর আগে দেশের ভেতরে কক্সবাজারের নাফ নদে মাছ শিকারের সময় বুধবার সকাল ৮টার দিকে তারা অপহরণের শিকার হয়েছিলেন। উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তের নাফ নদ থেকে তাদেরকে ধরে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।ফেরত আসা জেলেরা হলেন- পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) ও আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, খালের মুখে মাছ ধরার সময় আরকান আর্মির সদস্যরা বুধবার ১০ জেলেকে ধরে নিয়ে যান। কারণ, রহমতের বিল সীমান্তে মিয়ানমার অংশে এখন সে দেশের কোনো সরকারি বাহিনী নেই। যারা ছিল, তারা সবাই সংঘাতের সময় পালিয়ে বাংলাদেশে চলে এসেছিল। এখন রহমতের বিলের ওপারে মিয়ানমানের ওই এলাকাটি আরাকান আর্মির দখলেই আছে।সীমান্ত এলাকার এই জনপ্রতিনিধি আরও বলেন, প্রশাসনের তৎপরতায় আজ বৃহস্পতিবার তাদেরকে ফেরত দিতে বাধ্য হন আরাকান আর্মির সদস্যরা।এ বিষয়ে কথা বলার জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।