চকরিয়াThursday , 2 November 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে না ফেরার দেশে চলে গেল সাংবাদিক পুত্র অংকুর

সেলিম উদ্দিন -
November 2, 2023 11:16 am
Link Copied!

সলবাইকে কাঁদিয়ে অবশেষে চলে গেল অংকুর দাশ (১২)। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় না ফেরার দেশে চলে যায় সে। অংকুর দাশ সাংবাদিক সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক বলরাম দাশের একমাত্র পুত্র সন্তান। সে কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র ছিল।জানা যায়, অংকুর দাশ ছিল তীক্ষ্ণ মেধাবী। তাঁর বুদ্ধিমত্তায় সবাই বিমোহিত ছিলেন। অল্প বয়সে সে গীতা প্রতিযোগিতাসহ বিভিন্ন আসরে বিজয়ের মুকুট ছিনিয়ে আনতো। তাঁর চঞ্চলতায় মুখরিত থাকতো স্কুল, খেলার মাঠ ও বাড়ির আঙিনা। কক্সবাজারে সবার পরিচিত মুখ ছিল সে।অংকুর দাশের পিতা সাংবাদিক বলরাম দাশ অনুপম বলেন, ‘গত মাস দুয়েক আগে হঠাৎ জ্বর আসলে অংকুরকে এখানে ডাক্তার দেখানো হয়। কিন্তু চিকিৎসক তাঁর রোগ বুঝতে না পেরে ভুল ওষুধ দিয়েছিলেন। এতে তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালের পিআইসিওতে চিকিৎসাধীন ছিল। গত দুইদিন আগে তাঁকে আনা হয়। অংকুরকে বাঁচাতে শত চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হলো না। অনেকেই আমাকে নানাভাবে সহযোগিতা করেছে, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’শহরের গোলদিঘির পাড়ের জাদিরাম পাহাড়ের বাসিন্দারা জানান, ‘সে আমাদের সন্তানের মতো ছিল। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পরিবারে চলছে শোকের মাতম।’বৃহস্পতিবার দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে অংকুর দাশের শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিকে মেধাবী অংকুর দাশের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পি শর্মা, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।