চকরিয়াTuesday , 11 July 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় সিএনজি চালককে পিটিয়ে হত্যা

Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে মো. আরমান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় সিএনজি চালক।সোমবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত মো. আরমান (২৫) চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনা খোন্দকার পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কাইছার হামিদ বলেন, নিহতের উরু, পায়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়রা জানান, সোমবার সকালে গোল চত্বরে অজ্ঞাতনামা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিহতের বড় ভাই ওয়াহিদুল ইসলাম লাশ শনাক্ত করেন।ওয়াহিদুল ইসলাম বলেন, মো. আরমান পেশায় সিএনজি চালক।মাঝেমধ্যে তার মানসিক সমস্যা দেখা দিত।গত শনিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।এদিন সকালে হাসপাতালে তার লাশ পাওয়া গেছে।ওয়াহিদুল আরও বলেন, আরমানের কোমর থেকে নিচের অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।পরিকল্পিতভাবে তাকে একাধিক লোকজন নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে লাশ রশি দিয়ে বেঁধে সড়কের ওপর ফেলে দিয়েছে।চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার জানান, সকালে খবর পেয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। খোঁজ নেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।মৃত্যুর রহস্য খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।